Update রমাদান ক্লাস রুটিন (২০২৫) - জেনারেল বিভাগসময়সীমা: ১০:০০ AM - ১২:৪০ PMশ্রেণি১ম পিরিয়ড 10:00-10:25২য় পিরিয়ড 10:26-10:50টিফিন পিরিয়ড 10:51-11:00৩য় পিরিয়ড 11:00-11:25৪র্থ পিরিয়ড 11:26-11:50৫ম পিরিয়ড 11:51-12:15৬ষ্ঠ পিরিয়ড 12:16-12:40প্লেবাংলাগণিত ও ড্রইংটিফিনইংরেজীআরবি--নার্সারিগণিত ও ড্রইংবাংলাটিফিনআরবিইংরেজীইসলাম শিক্ষাকুরআনপ্রথমবাংলাআরবিটিফিনকুরআনইংরেজীইসলাম শিক্ষাগণিত ও ড্রইংদ্বিতীয়কুরআনইসলাম শিক্ষাটিফিনবাংলাআরবিগণিত ও ড্রইংইংরেজীতৃতীয়কুরআনইসলাম শিক্ষাটিফিনবাংলাআরবিগণিত ও ড্রইংইংরেজীবিশেষ নির্দেশনা:টিফিন ব্রেক: প্রতিদিন ১০:৫১ AM - ১১:০০ AMপ্রত্যেক শিক্ষার্থীকে ক্লাসের সময়সূচি মেনে চলতে হবে।যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।ইসলাম শিক্ষা ও কুরআন ক্লাসগুলো যথাযথ গুরুত্বসহকারে পরিচালিত হবে।রমাদান ক্লাস রুটিন (২০২৫) - নুরানি ও হিফজুল কুরআন বিভাগসময়ক্লাস / কার্যক্রম০৯:১৫ - ১২:১৫কোরআন ক্লাস১২:১৬ - ০১:০০তাজবীদ ও মাসনুন দোয়ার ক্লাস০১:০০ - ০২:০০নামায ও গোসলের বিবরণ০২:০০ - ০৪:৩০কোরআন ক্লাস০৭:৩০ - ০৯:৪৫খতম তারাবিহ নামাজশুক্রবারবন্ধ (তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে)বিশেষ নির্দেশনা:খতম তারাবিহ নামাজে সকল শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।প্রত্যেক শিক্ষার্থী তার মুখস্থ অংশ দিয়ে তারাবিহ নামাজ পড়াবে।এর উপর নাম্বার ও পুরস্কারের ব্যবস্থা থাকবে।২৩ রমজান খতমে কোরআন সম্পন্ন হবে।রমাদান ক্লাস রুটিন (২০২৫) - পার্টটাইম কুরআন শিক্ষা বিভাগসময়ক্লাস / ব্যাচ১২:০০ - ০১:০০মহিলা / মেয়েদের (১ম ব্যাচ)০১:০০ - ০২:০০মহিলা / মেয়েদের (২য় ব্যাচ)০১:০০ - ০২:০০ছেলেদের (১ম ব্যাচ)০২:০০ - ০৩:০০ছেলেদের (২য় ব্যাচ)শুক্রবার ও শনিবারবন্ধবিশেষ নির্দেশনা:প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে।মহিলা ও ছেলেদের ক্লাস আলাদাভাবে পরিচালিত হবে।শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
আনন্দ ভ্রমন ২০২৫
12 Feb 2025
Subject: আনন্দ ভ্রমন ২০২৫

<p style="text-align: center; "><b style="background-color: rgb(255, 255, 0);">বার্ষিক আনন্দ ভ্রমণের বিজ্ঞপ্তি </b></p><p> অত্র প্রতিষ্ঠানের সকল সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইনশাআল্লাহ, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) বাৎসরিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে। </p><p><b> আনন্দ ভ্রমণের স্থান:</b> <span style="background-color: rgb(255, 255, 0);">শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক, কেরানীগঞ্জ, ঢাকা।</span></p><p><b>চাঁদার পরিমাণ: </b><span style="background-color: rgb(255, 255, 0);">জনপ্রতি ১৫০০ (পনেরো শত) টাকা মাত্র।</span></p><p><b>চাঁদা জমা দেওয়ার শেষ তারিখ:</b> <span style="background-color: rgb(255, 255, 0);">২০ ফেব্রুয়ারি ২০২৫।</span></p><p><span style="background-color: rgb(255, 255, 0);"> গুরুত্বপূর্ণ নির্দেশনা: </span></p><p> ✔ আনন্দ ভ্রমণে যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে চাঁদা জমা দেওয়ার সময় অফিস থেকে সংগৃহীত নির্ধারিত আবেদন ফরম/অভিভাবকের সম্মতিপত্র পূরণ করে জমা দিতে হবে। অন্যথায়, শিক্ষা সফরে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে না। </p><p>✔ চাঁদা ও ফরম স্ব স্ব শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে। </p><p>✔ যারা আগে টাকা জমা দেবে, তারা সিট প্ল্যান দেখে পছন্দমতো সামনের সিট বেছে নিতে পারবে। </p><p>✔ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীগণ চাইলে এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন। </p><p>✔ একই পরিবারের একাধিক সদস্যের জন্য বিশেষ অফার রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।</p><p><br></p><p> </p><p><b> (শায়েখ আশিকুর রহমান মাদানী) </b></p><p><u>পরিচালক </u></p><p><span style="background-color: rgb(255, 255, 0);">আহসানুল হাদীস মাদরাসা</span></p>