Update রমাদান ক্লাস রুটিন (২০২৫) - জেনারেল বিভাগসময়সীমা: ১০:০০ AM - ১২:৪০ PMশ্রেণি১ম পিরিয়ড 10:00-10:25২য় পিরিয়ড 10:26-10:50টিফিন পিরিয়ড 10:51-11:00৩য় পিরিয়ড 11:00-11:25৪র্থ পিরিয়ড 11:26-11:50৫ম পিরিয়ড 11:51-12:15৬ষ্ঠ পিরিয়ড 12:16-12:40প্লেবাংলাগণিত ও ড্রইংটিফিনইংরেজীআরবি--নার্সারিগণিত ও ড্রইংবাংলাটিফিনআরবিইংরেজীইসলাম শিক্ষাকুরআনপ্রথমবাংলাআরবিটিফিনকুরআনইংরেজীইসলাম শিক্ষাগণিত ও ড্রইংদ্বিতীয়কুরআনইসলাম শিক্ষাটিফিনবাংলাআরবিগণিত ও ড্রইংইংরেজীতৃতীয়কুরআনইসলাম শিক্ষাটিফিনবাংলাআরবিগণিত ও ড্রইংইংরেজীবিশেষ নির্দেশনা:টিফিন ব্রেক: প্রতিদিন ১০:৫১ AM - ১১:০০ AMপ্রত্যেক শিক্ষার্থীকে ক্লাসের সময়সূচি মেনে চলতে হবে।যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।ইসলাম শিক্ষা ও কুরআন ক্লাসগুলো যথাযথ গুরুত্বসহকারে পরিচালিত হবে।রমাদান ক্লাস রুটিন (২০২৫) - নুরানি ও হিফজুল কুরআন বিভাগসময়ক্লাস / কার্যক্রম০৯:১৫ - ১২:১৫কোরআন ক্লাস১২:১৬ - ০১:০০তাজবীদ ও মাসনুন দোয়ার ক্লাস০১:০০ - ০২:০০নামায ও গোসলের বিবরণ০২:০০ - ০৪:৩০কোরআন ক্লাস০৭:৩০ - ০৯:৪৫খতম তারাবিহ নামাজশুক্রবারবন্ধ (তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে)বিশেষ নির্দেশনা:খতম তারাবিহ নামাজে সকল শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।প্রত্যেক শিক্ষার্থী তার মুখস্থ অংশ দিয়ে তারাবিহ নামাজ পড়াবে।এর উপর নাম্বার ও পুরস্কারের ব্যবস্থা থাকবে।২৩ রমজান খতমে কোরআন সম্পন্ন হবে।রমাদান ক্লাস রুটিন (২০২৫) - পার্টটাইম কুরআন শিক্ষা বিভাগসময়ক্লাস / ব্যাচ১২:০০ - ০১:০০মহিলা / মেয়েদের (১ম ব্যাচ)০১:০০ - ০২:০০মহিলা / মেয়েদের (২য় ব্যাচ)০১:০০ - ০২:০০ছেলেদের (১ম ব্যাচ)০২:০০ - ০৩:০০ছেলেদের (২য় ব্যাচ)শুক্রবার ও শনিবারবন্ধবিশেষ নির্দেশনা:প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে।মহিলা ও ছেলেদের ক্লাস আলাদাভাবে পরিচালিত হবে।শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
#

About Institute

মানবজাতির হিদায়াত গ্রন্থ আল-কুরআনের প্রথম নির্দেশ হলো “পড়ো” তথা জ্ঞান অর্জন কর (সূরা আলাক ০১)। বিশ্ব মানবতার মহান বন্ধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন অপরিহার্য করেছেন (ইবনে মাজাহ-২২৪) । এভাবে ইসলাম জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছে । প্রকৃত জ্ঞান হতে হবে জাগতিক কর্মমুখী ও আখেরাতমুখী। ‘‘আহসানুল হাদীস মাদ্রাসা” জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) সিলেবাস ও মাদরাসা কারিকুলামের সমন্বয়ে পরিচালিত একটি উন্নত আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । সম্পূর্ণ শিশু বান্ধব এবং আনন্দময় পরিবেশে ইসলামী ও স্কুল শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ‘‘আহসানুল হাদীস মাদরাসা” । এখানে একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশের পাশাপাশি কুরআনের পূর্ণ/আংশিক হাফেজ হবে, ইংরেজি ও আরবি ভাষায় অভ্যস্ত হবে, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে কম্পিউটার, সাধারণ জ্ঞান, ড্রয়িং, ক্যালিগ্রাফি, ইসলামী সংগীত, আবৃত্তি, বক্তৃতা , ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ । এছাড়াও আপনার সন্তান মদিনা ও আল-আযহার সহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার উপযোগী হয়ে গড়ে উঠবে। আর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তো খোলা থাকছেই ।

Organization statistics

78

Total Students

8

Total Teacher

1

Office Staff

12

Classroom

1

Buildings

Institute Management Committee

#

Eng. Mohammad Morsalim

(Founding Director )

#

Shaikh Ashiqur Rahman Madani

(Founding Director)

#

Shaikh Hadiul Islam Madani

(Founding Director)

#

Mofti Abdullah Meer

(Founding Director)

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হল সমকালীন বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় আখেরাতের চেতনাবোধ সম্পন্ন যোগ্য হাফেজ আলেম ও সুশিক্ষিত নাগরিক তৈরির সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, যা তাদের নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন ইসলামের শিক্ষার আলোকে সঠিক পথে এগিয়ে যেতে পারে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
#

আমাদের উদ্দেশ্য

শিক্ষার্থীদের ইসলামিক আদর্শ, মৌলিক শিক্ষা, রবের সন্তুষ্টি বিকাশ করা। সৎ আচরণ, নৈতিকতা, ধর্মীয় সংস্কৃতির সম্পর্কে স্বচ্ছ ধারণা ও জ্ঞান বিতরণ করা। তাদেরকে ইসলামের মূল মূল্যবোধ, কর্মসূচি ও আচরণের উপর ভিত্তি করে ন্যায্য ও সত্যান্বেষী মানবিক সম্পর্ক ও ব্যক্তিত্ব গড়ে তোলা। সেইসাথে, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ও অন্যান্য শিক্ষাগত বিষয়ে উন্নত করে তাদের আসল দক্ষতা ও জ্ঞানের প্রাপ্তি করানো।
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:08/01/2023

5 Major Achievement of AHSANUL HADITH MADRASAH in 2023

See More
#
  • Post by:Admin
  • Date:08/04/2023

How to help your children be better than school

See More
#
  • Post by:Admin
  • Date:08/11/2023

Parade Group is announced for Victory Day 2022 Programme

See More