Update
#

About Institute

মানবজাতির হিদায়াত গ্রন্থ আল-কুরআনের প্রথম নির্দেশ হলো “পড়ো” তথা জ্ঞান অর্জন কর (সূরা আলাক ০১)। বিশ্ব মানবতার মহান বন্ধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন অপরিহার্য করেছেন (ইবনে মাজাহ-২২৪) । এভাবে ইসলাম জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছে । প্রকৃত জ্ঞান হতে হবে জাগতিক কর্মমুখী ও আখেরাতমুখী। ‘‘আহসানুল হাদীস মাদ্রাসা” জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) সিলেবাস ও মাদরাসা কারিকুলামের সমন্বয়ে পরিচালিত একটি উন্নত আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । সম্পূর্ণ শিশু বান্ধব এবং আনন্দময় পরিবেশে ইসলামী ও স্কুল শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ‘‘আহসানুল হাদীস মাদরাসা” । এখানে একজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশের পাশাপাশি কুরআনের পূর্ণ/আংশিক হাফেজ হবে, ইংরেজি ও আরবি ভাষায় অভ্যস্ত হবে, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে কম্পিউটার, সাধারণ জ্ঞান, ড্রয়িং, ক্যালিগ্রাফি, ইসলামী সংগীত, আবৃত্তি, বক্তৃতা , ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ । এছাড়াও আপনার সন্তান মদিনা ও আল-আযহার সহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার উপযোগী হয়ে গড়ে উঠবে। আর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তো খোলা থাকছেই ।

Organization statistics

75

Total Students

9

Total Teacher

1

Office Staff

12

Classroom

0

Buildings

Information of class wise authorized sections

আহসানুল হাদিস মাদ্রাসার প্রায় সব ধরনের প্রাতিষ্ঠানিক অবকাঠামো রয়েছে। যেমন:- ✯ দেশ-বিদেশের স্কলার ও সুদক্ষ শিক্ষকমন্ডলীর মাধ্যমে যুগোপযোগী পাঠ পরিকল্পনা ও পাঠদান। ✯ ট্রাইলিঙ্গুয়াল (trilingual) ত্রিভাষিক তথা আরবি, ইংরেজি ও বাংলা এ তিন ভাষার সমন্বয় সাধন। ✯ অর্থসহ কোরআনের বিশেষ বিশেষ সূরা আয়াত ও হাদিস শিক্ষা প্রদান। ✯ আন্তর্জাতিক প্রখ্যাত কারী ও ইমামদের তেলাওয়াত শুনানো, অনুসরণ ও অনুশীলন। ✯ উন্নত মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত স্বাস্থ্যসম্মত ক্লাসরুম। ✯ সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা। ✯ স্মার্ট এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করা। ✯ শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত হিসেবে গড়ে তোলা। ✯ উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ও সালাত সহ বিভিন্ন এবাদতের প্র্যাকটিকাল শিক্ষা প্রদান। ✯ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া-দরুদ অর্থসহ শিক্ষা দান।

ClassSection
Assembly A
Play A
Nursery A
Qaida Quran Boys, Girls
One A
Najera Quran Boys, Girls
Two A
Hifzul Quran Boys
Three Boys, Girls
Four Boys, Girls
Mastoorat (Woman) Quran Education Woman
After School Munazzam Maktab Boys, Girls

Institute Management Committee

#

Eng. Mohammad Morsalim

(Founding Director )

#

Shaikh Ashiqur Rahman Madani

(Founding Director)

#

Shaikh Hadiul Islam Madani

(Founding Director)

#

Mofti Abdullah Meer

(Founding Director)

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হল সমকালীন বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় আখেরাতের চেতনাবোধ সম্পন্ন যোগ্য হাফেজ আলেম ও সুশিক্ষিত নাগরিক তৈরির সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, যা তাদের নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন ইসলামের শিক্ষার আলোকে সঠিক পথে এগিয়ে যেতে পারে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
#

আমাদের উদ্দেশ্য

শিক্ষার্থীদের ইসলামিক আদর্শ, মৌলিক শিক্ষা, রবের সন্তুষ্টি বিকাশ করা। সৎ আচরণ, নৈতিকতা, ধর্মীয় সংস্কৃতির সম্পর্কে স্বচ্ছ ধারণা ও জ্ঞান বিতরণ করা। তাদেরকে ইসলামের মূল মূল্যবোধ, কর্মসূচি ও আচরণের উপর ভিত্তি করে ন্যায্য ও সত্যান্বেষী মানবিক সম্পর্ক ও ব্যক্তিত্ব গড়ে তোলা। সেইসাথে, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ও অন্যান্য শিক্ষাগত বিষয়ে উন্নত করে তাদের আসল দক্ষতা ও জ্ঞানের প্রাপ্তি করানো।
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:08/01/2023

5 Major Achievement of AHSANUL HADITH MADRASAH in 2023

See More
#
  • Post by:Admin
  • Date:08/04/2023

How to help your children be better than school

See More
#
  • Post by:Admin
  • Date:08/11/2023

Parade Group is announced for Victory Day 2022 Programme

See More

Frequently Asked (FAQ)

Facilisis in commodo lacus id amet. Nibh non turpis viverra enim sit. Platea lorem laoreet mauris, nisl tellus urna. Cursus mi bibendum blandit vitae amet aliquet diam dolor, magna. Adipiscing at dignissim neque, elit cursus ut sit.

আহসানুল হাদিস মাদরাসায় ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সুশৃঙ্খল। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে: 1. আবেদন: শিক্ষার্থীর অভিভাবক আমাদের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ বা আমাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। 2. আবেদন ফরম পূরণ: আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। 3. নথিপত্র জমা: আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় নথিপত্র, যেমন জন্ম সনদ, অভিভাবকের পরিচয়পত্র এবং সম্প্রতি তোলা ছবি জমা দিতে হবে। 4. মুল্যায়ন পরীক্ষা: ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি মুল্যায়ন পরীক্ষা দিতে হতে পারে, যা তাদের বিদ্যমান শিক্ষার স্তর নির্ধারণে সহায়ক হবে। 5. ভর্তি কমিটির সাক্ষাৎকার: কিছু ক্ষেত্রে ভর্তি কমিটির সদস্যদের দ্বারা একটি সাক্ষাৎকার নেওয়া হতে পারে, যেখানে শিক্ষার্থীর আগ্রহ এবং উদ্দেশ্য মূল্যায়ন করা হবে। 6. ভর্তি নিশ্চিতকরণ: সব প্রক্রিয়া সম্পন্ন হলে, ভর্তি নিশ্চিতকরণ করা হবে। 7. শিক্ষাবর্ষ শুরু: ভর্তি নিশ্চিত করার পর শিক্ষার্থীরা নির্ধারিত তারিখে ক্লাসে যোগ দিতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।

আহসানুল হাদিস মাদরাসায় ভর্তি খরচ শিক্ষাবর্ষ ভেদে ভিন্ন হতে পারে। সাধারণত মাসিক ফি 10000 থেকে 15000 টাকার মধ্যে হতে পারে, ভর্তি খরচের মধ্যে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে: 1. ভর্তি ফি: নতুন শিক্ষার্থীদের জন্য একটি এককালীন ভর্তি ফি দিতে হয়। 2. শিক্ষা উপকরণ: বই, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রীর জন্য নির্দিষ্ট ফি। 3. মাসিক বেতন: প্রতি মাসে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বেতন প্রদান করতে হয়। 4. অন্যান্য ফি: কিছু সময়ে কার্যক্রম, পরীক্ষা বা অন্যান্য খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে। নিশ্চিত খরচ জানতে এবং বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।

আহসানুল হাদিস মাদরাসায় পরিবহন পরিষেবার খরচ রুট এবং দূরত্ব অনুযায়ী পরিবর্তিত হয়। সুনির্দিষ্ট খরচের জন্য অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে, কারণ বিভিন্ন রুটে খরচের ভিন্নতা থাকতে পারে।

আহসানুল হাদিস মাদরাসায় একজন শিক্ষার্থীর মাসিক ফি শ্রেণি এবং অন্যান্য সুবিধার উপর নির্ভর করে। সাধারণত মাসিক ফি ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে হতে পারে। সুনির্দিষ্ট ফি জানতে মাদরাসার অফিসে যোগাযোগ করতে হবে।

1. আবেদন ফরম পূরণ (অফিস থেকে বা অনলাইনে) 2. প্রয়োজনীয় সনদপত্র ও ছবি জমা 3. মুল্যায়ন পরীক্ষা (যাচাইয়ের জন্য) 4. সাক্ষাৎকার (যদি প্রয়োজন হয়) 5. ভর্তি নিশ্চিতকরণ 6. নির্ধারিত তারিখে শিক্ষাবর্ষ শুরু